দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ১১ প্রাণ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন, ময়মনসিংহের ভালুকায় কভার্ড ভ্যান-প্রাইভেটকারের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন এবং পিরোজপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও বরিশালে একজন করে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুরে মধ্যে সংঘটিত এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে প্রাইভেটকার-কভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন প্রাইভেটকারের আরোহী আবদুল কাদের মাস্টার (৬৫), তার ছেলে জুয়েল (৩৫) ও চালক সাগর (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুল কাদের মাস্টারের আরেক ছেলে বাছির।
ভালুকা-ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার পেছন থেকে একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহত বাছির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় সকালে যাত্রীবাহী বাস ও আলুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। নিহতরা হলেন ট্রাকচালক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী গ্রামের আবদুল মতিন (৩৫), পঞ্চগড়ের বোদা উপজেলার তামান্নাপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০), রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজানগর গ্রামের আল আমিন (৩৬) ও দিনাজপুরের চিনিরবন্দর উপজেলার পূর্ব সাইদা গ্রামের ৬ বছরের শিশু তানিয়া খাতুন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরমুখী বিএস পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪৬) ও বিপরীতমুখী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৫-০০২৫) সঙ্গে সংঘর্ষ হয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আবদুল হামিদ জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. গোলাম রাশেদ জানান, সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে ইমরুল কায়েস (১৮), ফরিদুল ইসলাম (৩৭) ও শিউলি বেগমসহ (৪০) সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর : ভাণ্ডারিয়া উপজেলায় অটোবাইকচাপায় ফারজানা নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের মাদার্শী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারজানা ভাণ্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের মাদার্শী গ্রামের ছোবহান মৃধার মেয়ে। ইকড়ি থেকে ভাণ্ডারিয়াগামী যাত্রীবাহী অটোবাইকচাপায় আহত ফারজানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-নলকা সড়কের দিয়ারবৈদ্যনাথ এলাকায় দুপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশাযাত্রী আবদুর রাজ্জাক (৬৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী। নিহত রাজ্জাক সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
নারায়ণগঞ্জ : বন্দর উপজেলায় সকালে ট্রাক উল্টে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, উপজেলার কেওঢালায় একটি ইটভাঁটা থেকে ইট পরিবহনের সময় ট্রাক উল্টে নিচে পড়ে মৃত্যু হয়েছে শ্রমিক হূদয় হোসেনের (২০)। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জ রহমতপুর এলাকায় শনিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় খগেন্দ্র নাথ গোলদার (৬০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি বরিশাল পল্লী বিদ্যুৎ-২-এর প্রকৌশলী ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকের এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী পিটার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।